সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তরফ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তরফ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ভবন বিধ্বস্ত হয়। টিনশেড ভবনের টিন উড়ে গেছে। ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আহত ও দগ্ধ হয়েছে আরও অনেকে। উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী।