মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র- বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব

অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান সিপিবির

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৫, ২০২২
অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান সিপিবির

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে দাবি করছে দলটি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, আজ শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্র ঘোষিত কর্মসূচি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায্যমূল্যের দোকানের দাবিতে সিপিবি নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পলন করছিল। কর্মসূচি চলাকালে যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও ফরহাদ আলী বিদ্যুতের নেতৃত্বে সমাবেশে হামলা করে মাইক ছিনিয়ে নেয়া হয়। সাংবাদিক ও জনগণের প্রতিবাদের মুখে পড়লে পরবর্তী সময়ে সন্ত্রাসীরা মাইক ফিরিয়ে দিতে বাধ্য হয়।

বিবৃতিতে বলা হয়, সারাদেশের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন বিপর্যস্ত। এ দাবিতে চলমান কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার দলীয় শাসকশ্রেণি ভীতসন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।

এই হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি জানিয়ে বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, এভাবে হামলা এবং বাধা দিয়ে গণআন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। হামলা ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল শেষে বুমেরাং হবে।

তারা জনগণকে এই অগণতান্ত্রিক আচরণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


এ বিভাগের অন্যান্য সংবাদ