শনিবার, ২১ জুন ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান ডি মারিয়ার জোড়া গোলে বড় জয় বেনফিকার চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী নেতাকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে: গ্রিসের জাহাজমন্ত্রী ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেফতার ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের আঘাতে ইসরাইলের ক্ষতির পরিমাণ শত শত কোটি ডলার ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সাক্ষাৎ নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান সিপিবির

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৫, ২০২২
অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান সিপিবির

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে দাবি করছে দলটি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, আজ শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্র ঘোষিত কর্মসূচি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায্যমূল্যের দোকানের দাবিতে সিপিবি নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পলন করছিল। কর্মসূচি চলাকালে যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও ফরহাদ আলী বিদ্যুতের নেতৃত্বে সমাবেশে হামলা করে মাইক ছিনিয়ে নেয়া হয়। সাংবাদিক ও জনগণের প্রতিবাদের মুখে পড়লে পরবর্তী সময়ে সন্ত্রাসীরা মাইক ফিরিয়ে দিতে বাধ্য হয়।

বিবৃতিতে বলা হয়, সারাদেশের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন বিপর্যস্ত। এ দাবিতে চলমান কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার দলীয় শাসকশ্রেণি ভীতসন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।

এই হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি জানিয়ে বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, এভাবে হামলা এবং বাধা দিয়ে গণআন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। হামলা ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল শেষে বুমেরাং হবে।

তারা জনগণকে এই অগণতান্ত্রিক আচরণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


এ বিভাগের অন্যান্য সংবাদ