ফুটবল যাদুকর লিওনেল মেসি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাইস্কুল পর্যন্ত পড়লেখা করেছেন তিনি। রোজারিওর ‘লা হেরাস’ নামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপর বার্সেলোনার লা মাসিয়ায় এসে ফুটবল চর্চা শুরু করেন। সেই সঙ্গে অঙ্ক, বিজ্ঞান, স্পোকেন কোর্সের মতো কিছু বিষয়ে পড়াশোনাও চলতো। কলেজ-বিশ্ববিদ্যালয়ে কখনো যাওয়া হয়নি তার। সত্যিকার অর্থে ক্যাম্পাসগুলো তার কাছে অচেনা।
পঁয়ত্রিশে বছরে এসে সেই মেসিই এবার পা রাখতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে বই-খাতা নিয়ে নয়। ফুটবল নিয়েই কাতার বিশ্বকাপের এক মাস কাতার বিশ্ববিদ্যালয়ের অতিথি হয়ে থাকবেন মেসি এবং তার দল। সেখানকার আবাসনে থেকেই সব ধরনের অনুশীলন করবেন আর্জেন্টিনার ফুটবলাররা।
গতকাল কাতার বিশ্ববিদ্যালয় এক টুইট বার্তায় বলেন, ‘বিশ্বকাপের আবাসিক ক্যাম্প হিসেবে আমাদের ক্যাম্পাসকে বেছে নেওয়ায় আর্জেন্টিনা দলকে ধন্যবাদ।’
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপে ৩২ দল ও ম্যাচ অফিসিয়ালদের জন্য মোট ৪০টি বেস ক্যাম্প নির্বাচিত করা হয়েছে। অনেক দলই ফাইভ স্টার হোটেল বেছে নিয়েছে। তবে আর্জেন্টিনা দল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বেছে নিয়েছে একটিই সুবিধার জন্য। আর সেটি হলো ঘুম থেকে উঠেই অনুশীলনের জন্য বাসে না উঠে বিশ্ববিদ্যালয়ের মাঠে চলে যাওয়া যাবে।
পাঁচতারকা হোটেলের মতো না হলেও সুযোগ-সুবিধায় কম কিছু নেই কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে এসে সেখানকার সব সুযোগ-সুবিধা দেখে নিয়েছে। সেখানে অনুশীলনের জন্য ফুটবল মাঠ, রানিং ট্র্যাকসহ অ্যাথলেটিকস স্পোর্টসের সব সুবিধা রয়েছে।