অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে ৬৪ জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ এপ্রিল) বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ ব্যাংক।
যেসব ডিসিরা এ নির্দেশ পালন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছে হাইকোর্ট। তবে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসকরা। কেউ যেন রিট করে অবৈধভাবে ব্যবসা করতে না পারে সে বিষয়ে নজরদারির কথা বলা হয়েছে। নতুন করে জেলা উপজেলা পর্যায়ে অভিযোগ বাক্স খোলার ডিসিদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত বছরের ২৭ সেপ্টেম্বর সারাদেশে অনিবন্ধিত সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে তালিকা করতে গিয়ে যদি ওই সব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কোনও অনিয়ম ধরা পড়ে তাহলে ব্যবস্থা গ্রহণ করে তাদের কার্যক্রমও বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
সেই সঙ্গে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয় হাইকোর্ট।