বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ৭, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করতে গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রনেতারা।

ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের নোবেলজয়ী ক্ষুদ্রঋণের পথিকৃৎ মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কয়েকজন জেনারেলকে রদবদল করেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনকে পদাবনতি করেছে এবং আধাসামরিক বাহিনীর কমান্ডার জিয়াউল আহসানকে বরখাস্ত করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কয়েক বছর গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর শত শত হিন্দু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

সিভিল সার্ভিস চাকরির কোটার বিরুদ্ধে জুনে শুরু হওয়া সরকারবিরোধী সমাবেশগুলি শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের সবচেয়ে খারাপ অস্থিরতায় পরিণত হয়েছিল এবং ৭৬ বছর বয়সী এই নেতার পদত্যাগের বৃহত্তর দাবিতে পরিণত হয়েছিল।

চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আল্টিমেটাম দেওয়ার পর তিনি ঢাকায় পালিয়ে যান বলে জানা গেছে।

শেখ হাসিনা সোমবার বাংলাদেশের একটি সামরিক বিমানে করে দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করেন এবং আগামী কয়েকদিন ভারতের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই বলে বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন।

সূত্রের খবর, তিনি লন্ডনে গিয়ে আশ্রয় নিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর ছেলে সজীব ওয়াজেদ সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থনা এবং যুক্তরাষ্ট্র কর্তৃক তার ভিসা প্রত্যাহার নিয়ে একাধিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ওয়াজেদ বলেন, “তার আশ্রয় চাওয়ার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তিনি কোথাও আশ্রয় প্রার্থনা করেননি। সুতরাং যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনও সাড়া না দেওয়ার প্রশ্নটি সত্য নয়।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল বলেছেন, সরকার শেখ হাসিনাকে ‘সুস্থ’ হয়ে ওঠার জন্য সময় দিচ্ছে এবং তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাদের জানাবে। খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমোদন চেয়েছেন। একই সঙ্গে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য একটি অনুরোধ পেয়েছি।

জয়শঙ্কর সহিংসতা কবলিত দেশটির পরিস্থিতি এবং এই পরিস্থিতির সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কেও সব দলের নেতাদের অবহিত করেন।

তিনি বলেন, সহিংসতার মধ্যে বাংলাদেশে ভারতীয় নাগরিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ