অপরূপ সৌন্দর্যের এক দ্বীপ নিঝুম দ্বীপ। শত বাধা-বঞ্চনা উপেক্ষা করে এই দ্বীপের মানুষগুলো যে শুধু বেঁচে আছে, তা নয় অবদান রাখছেন দেশের মৎস্য খাতের উন্নয়ন ও দেশের মানুষের মাছের চাহিদা পূরণে। এই দ্বীপের চারদিকে রয়েছে কক্সবাজারের চেয়েও সুন্দর, দৃষ্টিনন্দন ও বিস্তৃত সৈকত ও পানির ঢেউ। কিন্তু অযত্ন-অবহেলায় এখানে তেমন কোন উন্নয়ন নেই। নেই যথাযথ সড়ক ব্যবস্থা, নেই অবকাঠামো-আবাসন ব্যবস্থা, নেই যথাযথ তদারকি। ফলে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ থাকা সত্বেও এখানে নেই তেমন পর্যটক। অথচ সড়ক ব্যবস্থা ও মান-সম্মত আবাসনসহ কিছু অবকাঠামো গড়ে তোলাসহ সামান্য কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলেই, এটি হতে পারে বাংলাদেশের ‘সিঙ্গাপুর’। আলোকচিত্র- বৃত্তান্ত।