ঘরের মাঠে টানা তিনটিসহ মোট চারটি ম্যাচ টানা হেরেছে বার্সেলোনা। চেনা ট্র্যাকে ফিরে আসার যে ইঙ্গিত দিয়েছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা, সেখানে হঠাৎ করেই ছন্দপতন। টানা চার ম্যাচ হেরে যখন তুমুল হতাশায় মুষড়ে পড়ার অবস্থা, তখনই স্বস্তি হিসেবে দেখা দিলো রোববার রাতে মায়োরকার বিপক্ষে জয়।
ঘরের মাঠে আগের ম্যাচেই রায়ো ভায়োকানোর কাছে হেরেছিল বার্সা। রোববার রাতে মায়োরকাকে পেয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিলো জাভির শিষ্যরা।
বার্সার হয়ে গোল দুটি করেছেন মেমপিস ডিপে এবং সার্জিও বুস্কেটস। মায়োরকার হয়ে একটি গোল পরিশোধ করেন আন্তোনিও রাইলো।
বার্সার পরবর্তী সুপার স্টার যাকে মনে করা হয়, সেই আনসু ফাতি ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাঠে। তার ফেরার দিন জয়েও ফিরেছে বার্সেলোনা।