মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন, কারা আছেন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করবে জাপান চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

অবসরে পাঠানো তথ্য সচিব যা বললেন

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
অবসরে পাঠানো তথ্য সচিব যা বললেন

বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।

রোববার ‘জনস্বার্থে’ চাকরি থেকে অবসরে পাঠানোর পর সোমবার শেষবারের মতো নিজ দপ্তরে আসেন বিদায়ী তথ্য সচিব মকবুল হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে বলেন, এই সিদ্ধান্তেনাখোশ হওয়ার সুযোগ নেই, আক্ষেপও নেই। অবসরে পাঠানোর কারণ হিসেবে কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে।

তবে নানা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে তার সঙ্গে বিএনপির যোগাযোগের বিষয়ে তিনি বলেন, ‘লন্ডনে গিয়েছি গত মার্চ মাসে। আমরা একটা টিম গিয়েছিলাম। এখন সেই প্রশ্নটা আসে কী করে? আমি তারেক রহমানকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। তারেক রহমানকে দেখার ইচ্ছাও আমার নেই। সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছি, বিএনপির লোকের সঙ্গে কানেকশন নেই আমার।

মকবুল হোসেন বলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো রাষ্ট্রের কাছে, যেটা আছে সেটা আমি জানি না। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে।

মকবুল হোসেন গত বছরের ৩১শে মে সচিব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগ দেন। তার আগে তিনি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ