শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৮, ২০২৩
অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার (৭ই মার্চ) প্যারিসের রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আর নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস ছোঁড়ার ঘটনায় রণক্ষেত্র পুরো শহর।

মঙ্গলবার মুহূর্তেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে টায়ার জ্বালিয়ে প্যারিসের দক্ষিণাঞ্চলের একটি বন্দরের রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দেয়ার পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ।

এর আগে মঙ্গলবার স্থানীয় শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্যারিসের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। সরকারের নেয়া অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, পতাকা ও প্ল্যাকার্ড।

তবে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, দেশজুড়ে তীব্র প্রতিবাদের পরও সিদ্ধান্তে অটল প্রশাসন। চলতি মাসের শেষ দিকেই অবসরের নতুন নীতিমালা দেশটির পার্লামেন্টে পাস হতে পারে বলে মনে করছে ম্যাক্রোঁ সরকার।


এ বিভাগের অন্যান্য সংবাদ