শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান সাইবার নিরাপত্তা আইন বাতিল চান বিশেষজ্ঞরা

অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২৪
অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৮২ লং কোর্স, পাবনা ক্যাডেট কলেজ) নিহত হয়েছেন। সোমবার দিবগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আনুমানিক রাত আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের আক্রমণে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ফাসিয়াখালি আর্মি ক্যাম্প মেডিকেলে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত সাড়ে ৪টার দিকে রামু সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সিএমএইচে আনার পর কর্তব্যরত চিকিৎসক, তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় অন্য যারা যৌথ বাহিনীর সদস্য ছিলেন তাঁরা জানান, এ ঘটনায় দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনী ঘরটি ঘেরাও করে ফেলে। পরে সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতে বলে সেনাবাহিনী। তখন সামনে এগিয়ে যান লেফটেন্যান্ট তানজিম। এ সময় সন্ত্রাসীরা তানজিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় ফাসিয়াখালি আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তানজিমকে রামু সিএমএইচে নিয়ে যাওয়া হয় সিএমএইচে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয়রা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ বিভাগের অন্যান্য সংবাদ