শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস মাদরাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়াল মহারাষ্ট্র সরকার

অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু

উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে উপকূল অতিক্রম করেছে ঘুর্ণিঝড় সিত্রাং। এখন সেটি স্থল লঘুচাপ আকারে এগিয়ে যাচ্ছে ভারতের আসামের দিকে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে রবিবার থেকে উপকূলে ছিল ৭ নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র ও নদী উত্তাল থাকায় গত কাল থেকে বন্ধ ছিল সারাদেশের নৌ যোগাযোগ। তবে ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর সারাদেশের নৌ যোগাযোগ স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।

ঘূর্ণিঝড় উপকূল অতিক্রমের পর মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর পরই আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে সব ধরণের লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বিপদ কেটে যাওয়ায় এবং নদনদী শান্ত হওয়ায় সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে ভোরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মু. আবুল কালাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করেছে। এখন এটি স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে ভারতের আসামের দিকে যাচ্ছে। এখন এর অবস্থান ময়মনসিংহের কাছাকাছি।’

স্থল নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টি থাকবে বলে জানান তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ