বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের অবস্থা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্রীলংকার চেয়ে খারাপ। আন্দোলনের মাধ্যমে জনগণকে এ সরকারের হাত থেকে রক্ষা করতে হবে।
শনিবার (২১ মে) বিএনপি নেতা নাসির উদ্দীন আহমদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নাসির উদ্দীর আহমদ পিন্টুকে কারাগারে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। একদিন এর বিচার হবে। দেশে গণতন্ত্র নেই হাইব্রিড রেজিম চলছে।
বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে যাবে না জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাবে না তারা। সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিলে তারা যে নির্বাচন কমিশন গঠন করবে তাদের সাথে সংলাপে বসবে বিএনপি। এবার আর বিএনপি নির্বাচনের টোপে পড়বে না।
বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন অভিযোগ করে এর জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান ডক্টর খন্দকার মোশাররফ।