অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে চীনের রাষ্ট্রায়ত্ব ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালি ব্যাংক লিমিটেড (আইসিবিসি)। এতে দেশটির তলানিতে নামা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
এক টুইট বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
টুইটে ইশাক জানান, চীনের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছিল। পাকিস্তানকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার অনুমোদন দেশটি। ইতোমধ্যে এ নিয়ে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আগামী কয়েক মাসে এ ঋণ পাওয়া যাবে। মোট ৩ কিস্তিতে অর্থ সহায়তা দেবে চীন। এরই মধ্যে শুক্রবার (৩ মার্চ) প্রথম কিস্তিতে ৫০০ মিলিয়ন ডলার পাওয়া গেছে।
অর্থমন্ত্রী বলেন, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) তা গ্রহণ করেছে। এতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
ইশাক বলেন, দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনীতির জন্য এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ব্যালান্স অব পেমেন্ট সংকটে ভুগছে পাকিস্তান। এসবিপির রিজার্ভ একেবারে তলানিতে ঠেকেছে। এ সঞ্চিত অর্থ দিয়ে মাত্র ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটানো যাবে।
এর আগে গত সপ্তাহে পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দেয় চীন। মূলত বিদেশি মুদ্রার সঞ্চায়ন বাড়াতে এ অর্থ দেয়া হয়।