বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল

অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে টম ক্রুজের চোখ ধাঁধানো পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক
আপডেট : আগস্ট ১২, ২০২৪
অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে টম ক্রুজের চোখ ধাঁধানো পারফরম্যান্স

শেষ হল প্যারিস অলিম্পিক। স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল চোখ ধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে ছিল হলিউডের ছোঁয়া। প্রধান আকর্ষণ ছিলেন টম ক্রুজ।

অনুষ্ঠানে হলিউড তারকা টম ক্রুজের দুর্দান্ত পারফরম্যান্স মন কেড়েছে দর্শকদের। মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের থেকে অলিম্পিকস ফ্ল্যাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তা পরের অলিম্পিকের ভেন্যু, লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল টম ক্রুজের কাঁধে।

পারফরম্যান্সের শুরুতে স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে চড়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি আগেই শুট করা হয়েছিল)। তারপর তিনি অলিম্পিক রিংগুলির ঝলক দেখালেন। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার রানার মাইকেল জনসনের হাতে।

একটি ফরাসি গান দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক। তারপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল, কিউমিস্কি এবং র‌্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্সে পারফর্ম করেছেন। এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন আমেরিকার জাতীয় সঙ্গীত গেয়েছেন।

তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। অনুষ্ঠান শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ