শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : অক্টোবর ১৩, ২০২৪
অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের

বিষাদের সুরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাকে বিদায় জানাতে প্রস্তুত রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘাট। আগামী সোমবার (১৪ অক্টোবর) প্রতিমা বিসর্জন হলেও, বেশ কয়েকটি স্থানে একদিন আগেই বিসর্জন হয়। এদিকে, সিঁদুর দানের মধ্য দিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মেতে ওঠে কৃষ্ণনগরের রাজবাড়ি। রীতি ও প্রথা অনুযায়ী সিঁদুর খেলায় মাতেন নারীরা।

আগামীর অপেক্ষায় এবার দূর্গাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাচ্ছেন পশ্চিবঙ্গের মানুষ। বিসর্জনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন ঘাট। পঞ্জিকা মেনে প্রতিমা বিসর্জন একদিন পরে করার উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি পূজা কমিটি।

তবে নবদ্বীপের ফাসিতলা ও পোড়ামা প্রাঙ্গণে দুর্গা প্রতিমার বিসর্জন দিয়েছে একাধিক পরিবার। বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে গঙ্গার ঘাটে বিসর্জন দেয়া হয় দুর্গা প্রতিমার।

প্রতিমা বিসর্জন দিতে আসা একজন বলেন, ‘মা তো চলে গেলো, আমি সামনে দাঁড়িয়ে থেকে। আমার খুব কষ্ট লাগে, কান্না পায় মা যখন চলে যায়। সেজন্য দূরে দাঁড়িয়ে থাকি।’

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনী। গঙ্গা থেকে কাঠামো তুলে নেয়ার প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।

এদিকে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও কলকাতার রাজবাড়িতে ঐতিহ্য মেনে ভিন্ন সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। প্রতীকী ছবি হাতে জাস্টিস চাইলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়।

তিনি বলেন, ‘সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেন এই সমাজ থেকে অর্থাৎ বিকৃত সমাজ থেকে বেরিয়ে আসতে পারি। যেন এরকম অভয়াকান্ড আর না ঘটে।’

বিদায় বেলায় সিঁদুর দানের মধ্যে দিয়ে বাড়ির মেয়ে বা বউ এমনকি নাবালিকারা যেন অত্যাচারের শিকার না হয়, সেই প্রার্থনাই করা হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ