বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন আমির খান

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৮, ২০২২
অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন আমির খান

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এলেন আমির খান। বন‍্যাত্রাণে অনুদান দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি। বলিউড অভিনেতার মানবিকতায় কৃতজ্ঞ অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনিই টুইট করে আমিরের অনুদান দেওয়ার কথা ঘোষনা করে ধন‍্যবাদ জানিয়েছেন।

২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমির। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকাটা জমা করেছেন তিনি। টুইটে অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমাদের রাজ‍্যের বন‍্যা দুর্গতদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রখ‍্যাত অভিনেতা আমির খান। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ‍্যোগের জন‍্য কৃতজ্ঞতা জানাই।’

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। আমিরের আগেও একাধিক তারকা ত্রাণে সাহায‍্য করেছেন। এর মধ‍্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা অর্জুন কাপুর। দুজনেই ৫ লক্ষ টাকা করে জমা দিয়েছেন অসমের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

অসমে ভয়াবহ বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু মানুষের প্রাণ গিয়েছে। ঘর ভেসে গিয়েছে লক্ষাধিক মানুষের। ফসলি জমি পুরোপুরি জলের তলায়। লক্ষাধিক কুইন্টাল ফসল নষ্ট হয়েছে। অসম রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় ২ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।

শনিবার থেকে বৃষ্টির দাপট কমলেও অনেক জায়গায় পরিস্থিতি এখনো বেশ খারাপ। ব্রহ্মপুত্রর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বন‍্যা দুর্গতদের উদ্ধারের জন‍্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দলকে।

আমিরের কথায় ফিরলে, তিনি আপাতত ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রচারে ব‍্যস্ত। ছবিতে আমির ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান, নাগা চৈতন‍্যতন‍্য এবং মোনা সিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।


এ বিভাগের অন্যান্য সংবাদ