অসাংবিধানিক পন্থায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোন নির্বাচন হবে না।
তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে বিএনপি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে চেষ্টা করছে। কিন্তু জনসমর্থন না থাকায় বিএনপির সেই রাজনৈতিক শক্তি নেই।
হানিফ বলেন, বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগনের সাথে ভাউতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ওই ভাউতাবাজিরই অংশ।
এসময় পিলখানা হত্যাকান্ড নিয়ে তিনি বলেন, ওইদিন বেগম খালেদা জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক যা এই ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টা পাল্টা কথা বলেন, সেদিন সকাল থেকে দুই দিন বেগম জিয়া কোথায় অন্তধান ছিলেন তা খোলাসা করুন।