অস্ট্রেলিয়ার জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিলেন বামপন্থি লেবার পার্টি থেকে জয়ী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় শনিবার (২১শে মে) নির্বাচনে লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।
জয়ের খবরে ৫৯ বছরের অ্যান্থনি আলবানিজ উচ্ছাস প্রকাশ করে সমর্থকদের উদ্দেশে বলেন, অস্ট্রেলিয়ানরা ‘পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন’। এসময় তিনি নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করা, সামাজিক সেবায় বিনিয়োগ বাড়ানো, ক্ষমতায় ভারসাম্য বজায় রাখা এবং ঐক্যের ডাক দিয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজ দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।