যুক্তরাষ্ট্রে আলোচিত অস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরফলে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলটি আইন পরিণত হয়েছে। এর আগে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ও নিুকক্ষ প্রতিনিধি পরিষদেও বিলটি পাস হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে পাসের পর শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে বিলটিতে সই করেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি বলেন, এই আইন অসংখ্য নাগরিকের প্রাণ বাঁচাবে।
প্রসিডেন্ট বলেন, ‘সরকার কিছু করবে’ বলে মার্কিনিরা আশা করেছিলেন। আমরা সেটি করতে যাচ্ছি। আমি যা চাই, এই বিলটিতে সেটি নেই। কিন্তু এমন কিছু বিলটিতে রয়েছে, যা আমরা আগে থেকেই বলে আসছি।’
মধ্যবর্তী নির্বাচনের আগে বন্দুক নিয়ন্ত্রণ আইন হওয়াকে জো বাইডেনের বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নতুন এ আইনের আওতায় যারা অস্ত্র কিনবেন তাদের সব তথ্য যাচাই করা হবে। অল্প বয়সী বন্দুক ক্রেতাদের কড়া নজরদারি করা হবে। সহিংস, ঝুঁকিপূর্ণ বা হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে বন্দুক সরিয়ে নিতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রশাসনকে উৎসাহিত করতে বলা হয়েছে।