বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৬, ২০২৪
অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয়

স্প্যানিশ কোপা দেল রেতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহুর্তে আলভারেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। কোপা ইতালিয়ায় একই ব্যবধানে লাৎজিও এর কাছে ঘরের মাঠে নাপোলি হেরছে। টিজানি নসলিনের হ্যাটট্রিকে পরাজয়ের মুখ দেখে দলটি।

কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর মাঠে শেষ মুহুর্তের ঝড়ে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে আলভারো মেরেনসিও’র গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকে রেখে জয়ের সুবাতাস পাচ্ছিল ক্যাসেরেনো। ৮৩ মিনিটে ক্লিমেন্ট লেঙ্গলেটের গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আর ইনজুরি টাইমে ষষ্ঠ মিনিটের মাথায় আলভারেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের।

এদিকে কোপা ইতালিয়ায় ঘরের মাঠে শুরু থেকেই নাপোলিকে চাপে রাখে লাৎজিও। সিরি আ লিগে সফরকারিরা লিগ টপার হলেও এদিন ম্যাচে ছিল তার ভিন্ন রূপ। খেলার ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। এরপরই আক্রমণের ধার বাড়ায় লাৎজিও। ৩২ মিনিটে বক্সের ভেতর স্যমুয়েল গিগোটের কাছ থেকে বল পেয়ে দারুণ হেডে স্কোরলাইন ১-০ করেন টিজানি নসলিন। ৪ মিনিট পর গিওভানির গোলে সমতায় ফেরে নাপোলি।

তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি সফরকারিরা। ৪১ মিনিটে পেদ্রোর অ্যাসিস্টে আবারও গোল করে লাৎজিওকে ২-১ গোলে এগিয়ে নেন নসলিন। আর বিরতির পর খেলার ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ডাচ স্ট্রাইকার। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎজিও।


এ বিভাগের অন্যান্য সংবাদ