ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের খেলা প্রায় শেষের দিকে। টুর্নামেন্টের ৩৬টি ম্যাচ আপাদত শেষ হয়েছে। লিগ পর্বে বাকি রয়েছে আরও ৩৪টি ম্যাচ। এদিকে প্লে-অফ ও ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
শনিবার (২৩ এপ্রিল) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের সভার পর চূড়ান্ত করা হয়েছে এই চার ম্যাচের ভেন্যু। করোনা মহামারির ঝুঁকি এড়াতে কলকাতার ইডেন গার্ডেন্স ও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লে-অফ ও ফাইনালের ম্যাচ। এই ম্যাচগুলোতে গ্যালারির ধারণ ক্ষমতার শতভাগ দর্শক প্রবেশের অনুমতি থাকবে বলেও জানিয়েছ এপেক্স কাউন্সিল।
সূচি অনুযায়ী আগামী ২৪ ও ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৯ মে হবে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এছাড়া মেয়েদের আইপিএল খ্যাত তিন দলের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টটি ২৪ থেকে ২৮ মে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লখনৌতে।