শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার গাজায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এগিয়ে কমলা অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল আমদানির পরেও কেন কমছে না ডিমের দাম? লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি ফিরছে না ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ অস্বস্তিতে ভারত কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড়ধসে ৬ জনের মৃত্যু সাগরে লঘুচাপ, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ‘বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না’ দল থেকে ছিটকে গেলেন জাদরান, ফিরলেন রশিদ দেশের মানুষ অস্থির সময় পার করছে: আমীর খসরু ৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া নতুন তরতাজা বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে ছাড়িয়েছে ৭ হাজার কোটি টাকা

আইসিসির সদস্য হলো আরও তিন দেশ, পায়নি রাশিয়া ও ইউক্রেন

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৭, ২০২২
আইসিসির সদস্য হলো আরও তিন দেশ, পায়নি রাশিয়া ও ইউক্রেন

দিনকে দিন ক্রিকেটের পরিধি বাড়ছে। তারই অংশ হিসেবে আরও তিনটি নতুন দেশকে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে সদস্যপদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিকে আইসিসির শর্ত পূরণ করতে না পারায় সদস্য পদ পায়নি রাশিয়া ও ইউক্রেন।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়া দেশ তিনটি হলো- এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট। যার সুবাদে এখন এশিয়ার ২৫টি ও আফ্রিকার ২১টি দেশ আইসিসির সদস্য হলো। কম্বোডিয়া ২৪তম ও উজবেকিস্তান ২৫তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। যার ফলে এখন আইসিসির সদস্য দেশের সংখ্যা দাঁড়ালো ১০৮ এ। যার মধ্যে ৯৬ টি সহযোগী সদস্য ও ১২ দেশ পূর্ণ সদস্য।

ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পেতে হলে দেশগুলোকে নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে হয়। যেখানে অন্ততপক্ষে ৫০ ওভার ও ২০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে হয়, পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দলও থাকতে হয়। নতুন তিন দেশই আইসিসির এ শর্তপূরণ করেছে।

২০২১ সালে আইসিসির সর্বশেষ এজিএমে সদস্য পদ পেয়েছিল এশিয়ার দুই দেশ মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। এছাড়াও সদস্য পদ পেয়েছিল সুইজারল্যান্ড।

২০২১ সালে আইসিসির বার্ষিক সাধারণ সভায় রাশিয়ান ক্রিকেট ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। তখন তাদের জানানো হয় পরবর্তী বার্ষিক সাধারণ সভার আগে সব শর্ত পূরণ করতে পারলে ফেরত পাবে সদস্যপদ। তবে রাশিয়া সে শর্ত পূরণ করতে না পারায় এবার স্থায়ীভাবে নিষিদ্ধ হলো।

অন্যদিকে আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনও। তবে দেশটির বর্তমান অবস্থা ক্রিকেট পরিচালনার জন্য পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আবেদন ঝুলিয়ে রেখেছে আইসিসি। তবে ইউক্রেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে তারা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আসলে সেই কাজ শুরু হবে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


এ বিভাগের অন্যান্য সংবাদ