বৃত্তান্ত প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ওইদিন বিকেলে সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের এই নীতি-নির্ধারনী পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছর করোনাকালে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক হয়। এক বছরের বেশি সময় সময় পরে বৃহস্পতিবার হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এ সভা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার (৫ সেপ্টেম্বর) বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প পরিদর্শনে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা হবে। যেহেতু লম্বা বৈঠক হবে, অনেক বিষয়ে আলোচনা থাকবে।
আগেই কাউন্সিল হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, কাউন্সিল নিয়ে আমাদের পার্টি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত কোনও ইঙ্গিত দেননি।