বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও গণতন্ত্র ফিরে পেতে সংগ্রাম করতে হয়। যেদিকে তাকাবেন দেখবেন আওয়ামী লীগ চুরি-ডাকাতি করছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
এসময় বিএনপি মহাসচিব বলেন, শতভাগ বিদ্যুৎ, উদ্বৃত্ত এখন লোডশেডিং। জ্বালানী উপদেষ্টা বলছেন-পয়সা নাই বিদ্যুৎ দেব কোত্থকে। এই হচ্ছে উন্নয়ন,তারা নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছে। আওয়ামী লীগ বারবার দেশকে ধ্বংস করেছে। রাজনৈতিক স্ট্রাকচার ধ্বংস করেছে। অর্থনীতির স্ট্রাকচার ধ্বংস করেছে। তারা দেশকে ধ্বংসের দিকে গেছে।
তিনি বলেন, জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগ আম্লীগ কুৎসা রটায়। কারন তারা যে ব্যর্থ হয়েছিল সেখান থেকে জাতিকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তলাবিহীন ঝুঢ়ি থেকে সমৃদ্ধি করেছিলেন।মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। হতাশ জাতিকে নেতৃত্বের আশা জাগিয়ে তুলেছেন মেজর জিয়াউর রহমান।
গণতন্ত্র রক্ষা করতে বেগম খালেদা জিয়া কারাবরন করেছেন। গৃহে অন্তরীন হয়ে আছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।
সারাদেশে চলমান আন্দোলন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন শুরু করেছি ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনতে। ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা করা হবে সততার সাথে।