সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য সহযোগিতার আহ্বান আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না: সিইসি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ধার্য ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’ দেশে চাহিদার বিপরীতে ২ শতাংশ চিনিও উৎপাদন হচ্ছে না কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: শফিকুল আলম ২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

আগস্টে ৩৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২
আগস্টে ৩৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে

আগস্ট মাসে সারাদেশে ৩৫ দশমিক শূন্য-নয় শতাংশ কম বৃষ্টি হয়েছে। আর এজন্যই সারা দেশে বেশি গরম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ১৫ হাজার ৬৪ মিলিমিটার। সেখানে ৩০ আগস্ট পর্যন্ত রেকর্ড হয়েছে ৯ হাজার ৬৫৯ মিলিমিটার।

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত না হওয়ায় বৃষ্টিপাত কম হয়েছে। জুলাই মাসেও ৪২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়।

ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, চুয়াডাঙ্গা, যশোর ও বরিশালের জেলাগুলোতে বইছে মৃদু তাপপ্রবাহ। মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় না হওয়ায় এ তাপপ্রবাহ আরও দুইদিন থাকবে।

তবে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়াও তেঁতুলিয়ায় ৪৪, রাজারহাটে ৩৩, ডিমলায় ২১ ও রংপুরে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানায়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ