মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ আমরা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত আইনজীবীদের কাছে চড়-থাপ্পড় খেলেন সাবেক আইনমন্ত্রী বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু লন্ডন ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের আহ্বান, পাকিস্তানের প্রতি সমর্থন চীনের শুধু সংস্কার নয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে: আলী রীয়াজ ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর তরুণদের নিয়ে যুবদল-ছাত্রদলের ৪ বিভাগে বৃহত্তর কর্মসূচি যে কোন সময় পাকিস্তানে হামলা করবে ভারত : নিউইয়র্ক টাইমস ইশরাকের গেজেট প্রকাশের আগে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৫৪ জন নিহত ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ২৯, ২০২৫
আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর

ফ্রান্সের মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান মুসলিম থিওলজিক্যাল কাউন্সিল অব ফ্রান্স ঘোষণা দিয়েছে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গত মঙ্গলবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানায় দেশটির ইসলামিক ক্যালেন্ডার, রমজান ও ঈদের তারিখ নির্ধারণ এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় দিকনির্দেশনা প্রদানকারী অন্যতম প্রধান প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে জানায়, জ্যোতির্বিদ্যাগত গণনার ভিত্তিতে এবং সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য অনুসারে ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ উদিত হবে ২৯ মার্চ শনিবার। এরপর ৩০ মার্চ রোববার শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে চিহ্নিত হবে এবং এদিনই ফ্রান্সের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

ফ্রান্সের মুসলিমদের প্রধান প্রতিনিধিত্বকারী সংস্থা, ইসলামিক ধর্মীয় বিষয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং মসজিদ, হালাল নীতি, ঈদের তারিখ নির্ধারণসহ বিভিন্ন ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ফরাসি মুসলিম বিশ্বাস পরিষদও একই তারিখ অনুমোদন করেছে।

তবে প্যারিস গ্র্যান্ড মসজিদ জানিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত আজ (শনিবার, ২৯ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার পর ঘোষণা করা হবে।

এদিকে ঈদকে উপলক্ষে করে ফ্রান্সেবাংলাদেশি পরিচালনাধীন দুই প্রধান মসজিদের ঈদের জামায়াতের সূচী প্রকাশ করেছে।

ফ্রান্স-বাংলাদেশ অভারভিলা জাতীয় জামে মসজিদের সকাল ৬ টায় প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে। পরে ক্রমান্বয়ে দুপুর ১টা পর্যন্ত একাধিক জামায়াত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং শেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এর মধ্যবর্তী সময় আরো ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে একই মসজিদে।


এ বিভাগের অন্যান্য সংবাদ