আগামীর বাংলাদেশের রূপরেখা দেবে বিএনপি: আমীর খসরু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০০:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের রূপান্তরমূলক সংস্কারের রূপরেখা কিছু দিনের মধ্যেই দেবে বিএনপি।
শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তাঁতীদলের আলোচনায় তিনি বলেন, এ নিয়ে কাজ চলছে। আমীর খসরু বলেন, যুবলীগের সমাবেশ দেখে মনে হবে না এটা কোন দলের, মনে হবে রাষ্ট্রীয় অনুষ্ঠান। জনগণের জন্য কোন বাস আছে বলে মনে হয় না ঢাকা শহরে। অথচ বিএনপির বেলায় সব বন্ধ।
আমীর খসরু দাবি করেন, পরিবহন ছাড়াও যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করা যায় তা দেখিয়েছে বিএনপির গণসমাবেশগুলো। এটা এখন আর আন্দোলন নয়, এটা বিপ্লবে পরিণত হয়েছে।
তিনি খসরু বলেন, বিগত দিনে নির্বাচন নিয়ে অনেক খেলাধুলা হয়েছে, এবার বিএনপি তাদের অবস্থান পরিস্কার করেছে। এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।