আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আরো অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদী জাপান।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসোমবার (২৯শে আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন,আগামী নির্বাচনেরভোটে ইভিএমের ব্যবহার ইতিবাচক হিসেবে দেখছে জাপান। সুষ্ঠু নির্বাচন করার জন্য কি প্রস্তুতি নেয়া হচ্ছে তা খোঁজ নেয়া হয়েছে।
নির্বাচনের এখনো এক বছরের বেশি সময় বাকি আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, অনাস্থা দূর করে অংশগ্রহণমূলক নির্বাচন করা ইসির পক্ষে সম্ভব।