শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’ ২৬ বছর পর ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর শঙ্কা ‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ডিসেম্বরে নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বরের বদলে জুনে ভোট হলে সমর্থন দেবেন না বিএনপি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি সিন্ধু চুক্তি স্থগিতের মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে! সমাধান আলোচনাতেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

আগাম পাহাড়ি ঢলে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ক্ষতিগ্রস্ত

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৩, ২০২২

বৃত্তান্ত প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার বোরো ধান। ফসলরক্ষা বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। জেলার ইটনায় চর এলাকায় পানির নিচ থেকে কাঁচা-পাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা।

চোখের সামনে পানিতে তলিয়ে যাচ্ছে জমির কাঁচাপাকা ধান। ধান পাকার আগ মুহূর্তে কষ্টের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আর্তনাদ করছেন কৃষকরা। চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই কৃষকদের। কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ইটনায় মাঠে মাঠে এখন ফসলহারা কৃষকদের আর্তনাদ। অনেকেই বাধ্য হয়ে কেটে ফেলছেন কাঁচাপাকা ধান।

ভারতের আসামের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ হয়ে প্রবল বেগে পানি ঢুকছে কিশোরগঞ্জের ইটনা হাওরে। শনিবার বিকেল নাগাদ ইটনার ধনু নদীর পানি বেড়ে ঢুকে পড়ে চরাঞ্চলের নিচু জমিতে।

ইটনা সদরের চরপাড়া গ্রামের মইধর আলী জিওলের হাওর সাব মার্সিবল সড়কে বসে দেখছিলেন ক্ষেতের ধান ডুবে যাওয়া। আর মাত্র ১৫ দিন পরই জমির ধান কাটা শুরু হতো। জমির ধান ডুবে যাওয়ায় তার চোখে-মুখে শুধুই বিষাদের ছায়া।

ইটনা উপজেলার জিওলের হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রবল বেগে নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডুবছে নতুন নতুন জমি। জিওলের বাঁধসহ বেশকিছু বাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা বাঁশ, মাটি ও চাটাই দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।

কৃষকদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ফসল রক্ষাবাঁধগুলো সময় মতো মেরামত না করায় এগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এগুলো দ্রুত সংস্কার না করা হলে বিভিন্ন হাওর দ্রুত ডুবে যাবে।

ইটনা সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ জানান, হঠাৎ করে উজানের পানি চাপ দেওয়ায় জিওলের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীকে নিয়ে বাঁধটি মেরামত করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সময়মতো ফসলরক্ষা বাঁধ মেরামত করতে না পারায় সহজেই জমিতে পানি চলে যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, হাওরের ৭৩টি ফসলরক্ষা বাঁধ সংস্কার করা হয়েছে। তবে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ ১২টি বড় ফসলরক্ষা বাঁধ প্রকল্প এখনও শেষ হয়নি।

এদিকে রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক সাইফুল হাসান আলামিনের নেতৃত্বে কৃষি বিভাগের চার সদস্যের একটি দল জিওলের হাওরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত কী পরিমাণ জমি পানিতে ডুবে গেছে তা নিরুপণের কাজ চলছে। তবে এ হাওরে প্রাথমিকভাবে ২০০ একর জমিতে পানি উঠেছে বলে জানান তিনি।

ইটনাসহ কিশোরগঞ্জের তিনটি হাওর উপজেলায় এবার ১.০৪ লাখ মেট্রিক টন বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ