আটকের পর জরিমানার মুখে পাকিস্তানের আসিফ আলী

- আপডেট সময় : ১১:৫০:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ২৫ বার পড়া হয়েছে
বড় বড় ছক্কা হাঁকানোর জন্য বর্তমান ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় পাকিস্তানের আসিফ আলী। সম্প্রতি দেশটির ট্রাফিক আইন লঙ্ঘন করে জরিমানার মুখে পড়েছেন তিনি। গাড়িতে কালো কাঁচের জানালা ব্যবহার করায় এই জরিমানার মুখে পড়েন আসিফ।
লাহোর ট্রাফিক পুলিশের মুখপাত্র বলেছেন গত ১৫ (রোববার) ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য আসিফ আলীকে লাহোরের ইচরার কাছে আটক করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এসময় ট্রাফিক বিভাগ তার গাড়ির গ্লাস থেকে কালো কাগজটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। সে সঙ্গে আসিফ আলীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন আসিফ। সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে লাহোর ট্রাফিক বিভাগ থেকে ধার্যকৃত জরিমানাও পরিশোধ করেছেন।
ট্রাফিক পুলিশের মুখপাত্র বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত করতে হলে বৈষম্য ছাড়াই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।