শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দল থেকে ছিটকে গেলেন জাদরান, ফিরলেন রশিদ দেশের মানুষ অস্থির সময় পার করছে: আমীর খসরু ৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া নতুন তরতাজা বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে ছাড়িয়েছে ৭ হাজার কোটি টাকা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে : জিএম কাদের আ. লীগ হলো নাটক আর নায়ক-নায়িকাদের সংগঠন: মামুনুল হক অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যাবে, আশা বিএনপির গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি যাচাই-বাছাই করছে বাংলাদেশ : ইন্ডিয়ান এক্সপ্রেস ইনু, মেনন, পলক, মামুন রিমান্ড শেষে কারাগারে আজিজ-তাপসসহ ৫ জনের অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু বিক্ষোভ-সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য থেকে পালালেন গভর্নর সুপার টাইফুনের আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম, মৃত্যু বেড়ে ১৯৭ ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৬ কর্মকর্তাসহ নিহত ১৮

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইশরাক হোসেনের বিক্ষোভ-সমাবেশ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৯, ২০২২
আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইশরাক হোসেনের বিক্ষোভ-সমাবেশ

ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতা-কর্মীকে আটক এবং পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-সামবেশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের নিয়ে রাস্তায় নামেন তিনি। মিছিলটিতে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।

নামাজের পরপরই মিছিলটি বংশাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’ এ সময় গতকাল রাতে ওয়ারীর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘বর্তমান সরকার তাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারা দেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে।’ এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সর্বাবস্থায় নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন-সংগ্রামে সবার আগে বুক পেতে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

সমাবেশে দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাস এবং রিজার্ভ সঙ্কটের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘সরকার এখন চরম সঙ্কটে আছে এবং দেশকেও চরম সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ