সম্প্রতি সম্পন্ন হলো তারকাখচিত নতুনধারা প্রেজেন্টস বাইফা অ্যাওয়ার্ড ২০২৩। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হলো বাইফা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর।
এই আসরে ‘মুখোশ’ সিনেমার জন্যে সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত পরীমনি বলেছেন, এই আনন্দগুলো তার জীবনকে দিন দিন জমজমাট করে তুলছে।
পুরস্কার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে অনুভূতি ব্যক্ত করে পরীমনি বলেন, ‘অ্যাওয়ার্ড সব সময় আমাকে আনন্দ দেয়। কিন্তু আমার মনে হচ্ছে আনন্দগুলো দিন দিন এতো বেশি জমজমাট হচ্ছে জীবনে, এটা আসলেই কালারফুল অনেক।’
নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি থেকে যাবো, যেদিন আমার দর্শকরা আমাকে ভালোবাসা থামিয়ে দেবে, সেদিন। কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি; যেভাবে আমাকে আমার দর্শকরা ভালোবাসে, যেভাবে সব কিছুর জন্যে আমাকে সাপোর্ট করে যান, আমার পাশে থাকেন, আমি বিশ্বাস করি আমি যতদিন আছি তাদের জন্যে সুন্দর সুন্দর কাজ করে যাবো এবং তারা আমার পাশে থাকবে।’
এদিকে পরীমনি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের স্বনামধন্য তারকারা।