ক্রীড়া ডেস্ক: এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলস। ২০১১ সালে ভারতের বিপক্ষে টি-২০ অভিষেক হয় হেলসের।
এর ঠিক তিন বছর পর অর্থাৎ ২০১৪ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক তার। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারকে এবার বিদায় বললেন তিনি।
জাতীয় দল থেকে অবসরের ঘোষণায় এক প্রতিক্রিয়ায় হেলস বলেন, ‘ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ী হিসেবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানাটাই নিখুঁত ফিনিশিং।’
টেস্ট ক্যারিয়ারে ১১ ম্যাচের ১১ ইনিংস হেলসের সংগ্রহ ৪৩.৮৪ গড়ে ৫৭৩ রান। সে সঙ্গে ৭০টি ওয়ানডে ম্যাচে ৬৭ ইনিংসে ব্যাট করে হেলস করেন ২৪১৯ রান। ৬টি শতরানের ইনিংসসহ এই ফরম্যাটে তার সর্বোচ্চ ১৭১ রান। আর ৭৫টি টি-২০ ম্যাচে ১ সেঞ্চুরি নিয়ে হেলসের রান ২০৭৪ রান।
এর আগে নিয়মভঙ্গ করার দায়ে ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা হয়নি হেলসের। ওই বছরের মার্চে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন মারকুটে এই ওপেনার।