অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাটে নেমে মাত্র ৯ উইকেটে কেবল ৯৮ রান তুলতে পেরেছে বাংলাদেশ। হারতে হয় ৬২ রানের বিশাল ব্যবধানে।
এদিন বাংলাদেশের বোলিংয়ের শুরুটা ভালোই হয়েছিল। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে বেঁধে রাখে তাসকিন-সাকিবরা। তবে এরপর মোহাম্মদ নবির ঝড়ে বড় সংগ্রহ পায় আফগানরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে তারা। এর মধ্যে শেষ ১০ ওভারেই আসে ৯৩ রান।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৪৬ রান করেছেন ইব্রাহিম জাদরান। মোহাম্মদ নবি মাত্র ১৭ বলে খেলেছেন ৪১ রানের বিধ্বংসী ইনিংস। এয়াড়া, রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে ১৯ বলে ২৭ ও হজরতুল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৫ রান।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রানে দুই উইকেট ও সাকিব আল হাসান ৪ ওভারে ৪৬ রানে নিয়েছেন দুই উইকেট।
১৬০ রানের লক্ষ্য খুব বড় না হলেও শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে প্রথম ৫ ওভারেই ছিটকে যায় ম্যাচ থেকে। এসময়ে একে একে বিদায় নেন নাজমুল হাসান শান্ত (৯ বলে ১২ রান), সৌম্য সরকার (৪ বলে ১ রান) সাকিব আল হাসান (৪ বলে ১ রান), আফিফ হোসাইন (১ বলে ০) ।
এয়াড়া সোহান ৮ বলে ১৩ আর মেহেদি মিরাজ ৩১ বলে করেন ১৬ রান। প্রথম ১০ ওভারে ৪৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ মোসাদ্দেক হোসেনের ২২ রানে ভর করে পুরো ২০ ওভার খেলে থামে ৯৮ রানে।
আফগানদের হয়ে ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন ফজল হক ফারুকি।