শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

আফগানিস্তানকে হারিয়ে সেমির রেসে টিকে রইল শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ১, ২০২২
আফগানিস্তানকে হারিয়ে সেমির রেসে টিকে রইল শ্রীলঙ্কা

এশিয়ার দেশ আফগানিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিফাইনালের রেসে টিকে রইল এশিয়ান সেরা শ্রীলঙ্কা। ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে আফগানদের দেয়া লক্ষ্যমাত্রা ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা।

মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। আফগানিস্তান আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে।

আফগানদের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে ১২ রান করার পরই পাথুম নিশাঙ্কাকে হারায় লঙ্কানরা। এরপর দলীয় ৪৬ রানে বিদায় নেন কুশল মেন্ডিস। তার আগে মেন্ডিস ২৭ বলে ১ ছয় ও ২ চারে করেন ২৫ রান। তৃতীয় উইকেটে চারিথা আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা গড়েন ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ১০০ রানে আসালাঙ্কা ১৯ রান করে বিদায় নিলে ভাঙে জুটি।

চতুর্থ উইকেটে ডি সিলভা ও ভানুকা রাজাপাকসে গড়েন ৪২ রানের আরেকটি জুটি। এতে জয় পেতে কষ্ট হয়নি লঙ্কানদের। তবে জয় থেকে তিন রান দূরে থাকতে ১৪ বলে ১৮ রান করে বিদায় নেন রাজাপাকসে। এর আগে অবশ্য ধনঞ্জয়া ডি সিলভা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় অর্ধশত তুলে নেন। শেষ পর্যন্ত তিনি ৪২ বলে ২ ছয় ও ৬ চারে ৬৬ রান করে অপরাজিত থাকেন।

আফগানদের হয়ে মুজিব ও রশিদ খান ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান জমা করে। এরপর আর রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি রান বাড়াতে পারেননি। সপ্তম ওভারের প্রথম বলে রহমানউল্লাহকে (২৮) বোল্ড করেন লাহিরু কুমারা।

দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন উসমান। ১১তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন হাসারাঙ্গা। উসমান ২৭ রান করে মাঠ ছাড়েন। দলীয় স্কোর তখন ৬৮। ইব্রাহিম বিদায় নেয়ার পর আর বড় কোনও জুটি তৈরি হয়নি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ডেথ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। শেষ ওভারে হাসারাঙ্গা জোড়া আঘাত হানেন। এতে করে দেড়শ ছোঁয়ার পরিকল্পনা ভেস্তে যায় আফগানদের।

লঙ্কানদের হয়ে হাসারাঙ্গা ৩টি, লাহিরু কুমারা ২টি, রাজিথা ও ধনঞ্জয়া একটি করে উইকেট লাভ করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ