আফগানিস্তানে আজ বৃহস্পতিবার (২৩ জুন) আবার ভূমিকম্প আঘাত হেনেছে। খালিজ টাইম জানিয়েছে, আজ দু’টি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর আগে গতকাল বুধবার (২২ জুন) ভয়াবহ এক ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, আফগানিস্তানের কালাফগান থেকে ৮৩ কিলোমিটার দূরে আজ সকাল ৫টা ৪৮ মিনিটে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রায় দুই ঘণ্টা পর ৭টা ৫৬ মিনিটে ওই স্থান থেকে ৫৮ কিলোমিটার ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
এর আগে বুধবার আফগানিস্তানে গত দুই দশকের মধ্যে ভয়াবহতম একটি ভূমিকম্প আঘাত হানে। ৬.১ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও দেড় হাজার মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে পাকিস্তান সীমান্তবর্তী পাহাড়ি হিন্দুকুশ অঞ্চলে প্রায়ই কম্পন অনুভূত হয়। বহু ভূমিকম্প এবং কয়েক দশকের যুদ্ধের কারণে দেশটির অবকাঠামো ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়ে গেছে।