আফগাস্তিানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৩১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১০০ জন। সোমবার দেশটির সংবাদ মাধ্যম বখতার নিউজ এ তথ্য জানায়।
দেশটির সংবাদ মাধ্যম আরও জানায়, রোববার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ৩১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শতাধিক আহত ও নিখোঁজ রয়েছে আরও ১৭ জন। এ বন্যায় ভেঙ্গে গেছে বেশ কিছু বাড়ি-ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও সেতু।
দেশটিরআবহাওয়া বিভাগ জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের বেশিরভাগ এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। প্লাবিত হতে পারে আরও এলাকা।
এদিকে, স্পেনের উত্তর-পূর্বাংশের জারাগোজা প্রদেশে শনিবার থেকে শুরু হওয়া দাবানলে পুড়ছে প্রায় ৮ হাজার হেক্টর বনভূমি। সড়িয়ে নেয়া হয়েছে ৮টি গ্রামের দেড় হাজার বাসিন্দাকে। দমকলবাহিনীর তিনশতাধিক কর্মী কাজ করলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল।