আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান খুনের ঘটনার সবশেষ শিকার হলেন তিনি।
মালালা মাইওয়ান্দ নামে ওই সাংবাদিক জালালাবাদে নিজের কর্মস্থলের পথে ছিলেন। এসময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে তার গাড়ির চালক মোহাম্মদ তাহিরও নিহত হন।
এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তনে টার্গেট কিলিং নিয়ে সম্প্রতি নিন্দা জানায়, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। তার পরই হত্যার এ ঘটনা ঘটলো।
মাইওয়ান্দ স্থানীয় ইনিকাস টিভি এবং রেডিওতে কর্মরত ছিলেন। কর্মস্থলে আসার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
রয়টার্স জানায়, সামাজিককর্মী হিসেবে কাজ করতেন মাউওয়ান্দ। দেশটিতে নারী সাংবাদিকদের প্রতিকূলতা তুলে ধরে এর আগে বক্তব্য দিয়েছিলেন তিনি। তার মা’ও সমাজকর্মী ছিলেন। ৫ বছর আগে তিনিও অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।
গত মাসে কাবুলের কাছে অন্য এক হামলায় মারা যান সুপরিচিত আফগান টেলিভিশন উপস্থাপক ইয়ামা সিয়াওয়াশ। তার গাড়িতে জুড়ে দেওয়া বোমার বিস্ফোরণে তিনি ছাড়াও আরও দুজন নিহত হয়েছিলেন।
আফগানিস্তানের নারী পরিচালক সাবা সাহেরও সম্প্রতি কাবুলে গুলিবিদ্ধ হয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে যান।