আফগানিস্তানে বিস্ফোরণে ৬ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুন ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বলদাক এলাকায় বৃহস্পতিবার একটি যানবাহনে শক্তিশালী বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।

ভয়াবহ এ হামলার খবর নিশ্চিত করে স্পিন বলদাক জেলার পুলিশ প্রধান মৌলবি মোহাম্মাদ হাশিম মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকালে একটি যানবাহনে এ বোমা আঘাত হানে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

শুক্রবার পরিবেশিত স্থানীয় সংবাদমাধ্যম তলোনিউজের খবরে বলা হয়, এ বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

গত বছরের আগস্টে তালেবান গ্রুপের আফগান ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ও সহিংস ঘটনা ব্যাপক বেড়ে গেছে।

এদিকে তালেবান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সকল আফগান নাগরিককে দেশে ফেরার এবং তাদের মাতৃভূমির পুনর্গঠনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে বিস্ফোরণে ৬ জন নিহত

আপডেট সময় : ১১:৩৯:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুন ২০২২

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বলদাক এলাকায় বৃহস্পতিবার একটি যানবাহনে শক্তিশালী বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।

ভয়াবহ এ হামলার খবর নিশ্চিত করে স্পিন বলদাক জেলার পুলিশ প্রধান মৌলবি মোহাম্মাদ হাশিম মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকালে একটি যানবাহনে এ বোমা আঘাত হানে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

শুক্রবার পরিবেশিত স্থানীয় সংবাদমাধ্যম তলোনিউজের খবরে বলা হয়, এ বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

গত বছরের আগস্টে তালেবান গ্রুপের আফগান ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ও সহিংস ঘটনা ব্যাপক বেড়ে গেছে।

এদিকে তালেবান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সকল আফগান নাগরিককে দেশে ফেরার এবং তাদের মাতৃভূমির পুনর্গঠনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে।