আফগানিস্তানে বর্তমানে তীব্র খাদ্য ও অন্যান্য সংকট বিরাজ করছে। পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএওসিএইচএ’র তহবিলে ১ কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ রোববার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অর্থ পাঠাবে।
আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করেছে ইউএওসিএইচএ। সেখানে অনুদান পাঠাবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু হয়েছে।
এ অর্থ ইউএওসিএইচএর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে। এটি প্রধানমন্ত্রীর আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতা নীতির বাস্তব প্রতিফলন।
ওই অনুদান দেয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।