আবারো অ্যাকশন সিরিজে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। ইংরেজি ভাষার ‘সিটাডেল’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী।
হলিউডের রুশো ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সিটাডেল’। সিরিজে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তার বিপরীতে রয়েছেন রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।
ইতোমধ্যেই প্রিয়াঙ্কার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। তা দেখে অভিনেত্রীর প্রশংসা করছেন ভক্তরা। আগামী এপ্রিলে অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে পারে সিরিজটি।
এদিকে, ‘সিটাডেল’র হিন্দি সংস্করণে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। সেখানে আবার বরুণ ধাওয়ানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।