শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

আবারও বাংলাদেশে আসছেন শাহরুখ খান!

বিনোদন প্রতিবেদক
আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২৪
আবারও বাংলাদেশে আসছেন শাহরুখ খান!

২০১০ সালে প্রথম বাংলাদেশে আসেন বলিউড কিং শাহরুখ খান। মাতিয়ে যান তিলোত্তমা শহর ঢাকা।

সে সময় উপমহাদেশের এ সুপারস্টারকে এনেছিল অন্তর শোবিজ। এবারও তারা শাহরুখকে আনার পরিকল্পনা বুনেছে। আর সেটা চলতি বছরই। সব ঠিক থাকলেই আগামী শীতের ঢাকায় ছড়াবে শাহরুখ উষ্ণতা! বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

স্বপন বললেন, ‘বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলার মতো কাজ আগায়নি। শাহরুখ খানকে বাংলাদেশে আমরাই নিয়ে এসেছিলাম। তাঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তাই শুধু সিডিউল মেলানো জরুরি। আশা করছি, চলতি বছরই তাকে আবারও দেখবে ঢাকা।’

তিনি মনে করেন, শাহরুখের গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। পরপর তিনটা সিনেমা তাঁর আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। তাই চলতি বছরই ভালো সময়।

তিনি আরও বলেন, ‘শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি।’

তবে শাহরুখ খানের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্যেই নিশ্চিত করা যায়নি। এর আগেও বাংলাদেশে একাধিক তারকার আগমনের খবরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। যে তালিকায় ছিলেন আতিফ আসলাম, চার্লি পুথের মতো সংগীতশিল্পীরাও।

উল্লেখ্য, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। সে সময় এই তারকার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই। প্রায় কয়েক ঘণ্টার স্টেজ পারফরম্যান্সে ঢাকা মাতিয়ে যান বলিউড বাদশাহ।


এ বিভাগের অন্যান্য সংবাদ