শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

আবারও বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ৩০, ২০২৪
আবারও বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে আবারও পালিয়ে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর ৩ সদস্য। শনিবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

জানা গেছে, শনিবার (৩০ মার্চ) ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে এই ৩ সদস্য পালিয়ে আসে। পরে বিজিবি সদস্যরা গিয়ে তাদের সঙ্গে থাকা অস্ত্র জমা নেয়ার পর তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে যায়। টহলরত ১১ বিজিবি জোয়ানরা তুমব্রু বিওপিতে নিয়ে যান তাদেরকে।

এই সীমান্তে দায়িত্ব পালন করা ৩৪ বিজিবি অধিনায়কের ব্যবস্থাপনায় তাদের ১১ বিজিবির অধীনে নাইক্ষ্যংছড়ির সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে মিয়ানমার জান্তার আগের ১৭৭ সদস্যের সঙ্গে রাখা হয়েছে। এতে পালিয়ে আসা জান্তা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৭৭ জনকে আগামী ৫ এপ্রিল বা ৭ এপ্রিলের মধ্যে ফেরত পাঠানোর যে তোড়জোড় শুরু করা হয়েছিল, পালিয়ে আসা নতুন এই তিন সেনার কারণে সেই প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, তারা তিনজনই সেনাসদস্য বলে জানা গেছে। আগের ১৭৭ জনের সঙ্গে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে। তবে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি পরে জানা যাবে বলে জানান তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ