কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের দিনে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই হারে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ থাকলেও, তা হেলায় হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার লা লিগার ম্যাচে বিলবাওয়ের কাছে হেরে বসেছে ২-১ গোলে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের দখল রাখলেও, সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল রিয়াল। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি তারা। এই অর্ধে গোল অবশ্য বিলবাও নিজেও পায়নি।
প্রথম গোল করে অ্যাথলেটিকো বিলবাও। ম্যাচের ৫৩ মিনিটে এসে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো।
৬৬ মিনিটে রিয়ালের এমবাপ্পে পেনাল্টি মিস করেন । অ্যান্তোনিও রুদিগার আক্রমণে এসেছিলেন। তাকে আঘাত করে বসেন বিলবাও গোলকিপার হুলিয়েন আগিরেজাবালা। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের। কিন্তু এমবাপ্পে আবারও পেনাল্টি মিস করলেন।
গোল মিস করে তবে প্রায়শ্চিত্তটাও প্রায় করেই ফেলেছিলেন এমবাপে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়েছিলেন বিলবাও গোলকিপার, তবে ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা জুড বেলিংহামের ম্যাচের ৭৮তম মিনিটে বল জালে জরান।
তবে রিয়ালের আনন্দ টিকেছিল কেবল ২ মিনিট। বিলবাওকে আবার এগিয়ে নেন বদলি নামা গোরকা গুরুজেহতা। রিয়াল মিডফিল্ডার ফেডে ভালভার্দের ভুল পাস ধরে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।