ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করলো লিভারপুল। অলরেডদের জয় ৪-০ গোলে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে য়্যুর্গেন ক্লপ শীষ্যরা। ম্যাচ ছাপিয়ে অ্যানফিল্ডে ক্রিস্তিয়ানো রোনালদো ও তার পরিবারের প্রতি ভালোবাসা দেখেছে ফুটবল বিশ্ব।
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো শীর্ষে ফিরলো লিভারপুল। তবে তার স্থায়িত্ব নির্ভর করছে রাতে ম্যানচেস্টার সিটি-ব্রাইটন ম্যাচের উপর। উড়ন্ত অলরেডস। বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে এমন ম্যাচকেও ছাপিয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালাদো ও তার পরিবারের প্রতি সমর্থকদের ভালোবাসা। সন্তান হারা বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন অ্যানফিল্ডে আসা ফুটবলপ্রেমীদের। রোনালদোর জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ম্যাচের সপ্তম মিনিটে হাতে তালি দিয়ে জানান দেন রোনালদোর পাশে থাকার কথা। পুরো স্টেডিয়াম মুখরিত লিভারপুল অ্যান্থেম ইউ উইল নেভার ওয়াক অ্যালনো।
এদিন রোনালদোকে ছাড়াই নামে রেড ডেভিলস। দলে তার অভাবও টের পায় ম্যান ইউ। মাত্র পাঁচ মিনিটেই লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। গোল ক্ষরা কাটিয়েছেন মোহাম্মেদ সালাহ। আট ম্যাচ পর স্কোরশিটে নাম তুলেন ইজিপিশিয়ান কিং।
প্রথমার্ধেই আরো একবার এগিয়ে যাবার সুযোগ এসেছিল য়্যুর্গেন ক্লপ শীষ্যদের। তবে অফ সাইড ফাদে দিয়াজ। দ্বিতীয়ার্ধে সাদিও মানে ব্যাবধান বাড়ান। আর ম্যাচের শেষদিকে জোড়া পূর্ণ করেন সালাহ। মৌসুমে সবচেয়ে বেশি ২২ গোল মিশরীয় তারকার।
ওল্ড ট্রাফোর্ডে ৫-০ পর। অ্যানফিল্ডে ৪-০। লিগ ইতিহাসে প্রথমবার কোন দলের সাথে মৌসুমে ৯ গোল কনসিভ করলো ম্যানচেস্টার ইউনাইটেড।