মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের

আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৪
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টি'র মনোনয়ন পেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও ট্রাম্পকে হত্যা চেষ্টায় বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বন্দুকসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে, ট্রাম্প নিরাপদ আছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। নির্বাচনের আগে দু’বার একই প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছে মার্কিন রাজনীতি।

পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারণা সমাবেশে হামলার ৬৫ দিনের মাথায় আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে ট্রাম্প খেলার সময় বন্দুক হামলার ঘটনা ঘটলো।

ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা গলফ মাঠের পাশে থাকা ঝোপের ভেতরে বন্দুকধারীর নল তাক করা দেখা মাত্রই অন্তত চারটি গুলি চালিয়ে দেয়। এরপর ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে হামলার পর যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়িয়ে পরে। এরইমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটকও করা হয়। তবে ট্রাম্প নিরাপদ আছেন বলেন জানিয়েছেন তার নিরাপত্তারক্ষীরা।

রিপাবলিকান দল থেকে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট প্রার্থী হওয়া এই নেতাকে হত্যার চেষ্টায় এবারও গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।

গুলির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে কঠোর বার্তাও দেন তিনি।

যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরপর দু’বার একই প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। এবার দেশটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে ১৩ জুলাই পেনসিলভানিয়ার গুলির ঘটনায় পদত্যাগ করেছিলেন সিক্রেট সার্ভিসের প্রধান। যদিও সেই হামলা রহস্যের অনেক জট এখনও খোলেনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ