সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করবে না মালদ্বীপ: মুইজ্জু বার্সেলোনার দুর্দান্ত জয় ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাবেক এনবিআর চেয়ারম্যান ও মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

আমদানির পরেও কেন কমছে না ডিমের দাম?

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৪
আমদানির পরেও কেন কমছে না ডিমের দাম?

গত বছরের নভেম্বরে ভারত থেকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দেয় সরকার। এ বছরের ১০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো দেশে আসার কথা ছিল। কিন্তু এসেছে মাত্র ২ লাখ ৯২ হাজার ডিম।

ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় ডিম আমদানি কম হয়েছে। ফলে ডিমের দাম তো কমেইনি বরং বেড়েছে। টিসিবির হিসাবে, এক বছরে ডিমের দাম বেড়েছে ৪ শতাংশ।

ফলে ডিম এখন আর সস্তায় মিলছে না। বাজারে খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

রাজধানীর একজন ডিম বিক্রেতা বলেন, ‘সরকার পরিবর্তন হয়েছে। এখন তো বাজারজাত ঠিকভাবে হচ্ছে না বা ওভাবে ডিম আসছেও না। বিভিন্ন চাপের কারণে এভাবে ডিমের দাম বাড়ছে।’

ডিমের বাজার নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি পেয়েছিল দুটি প্রতিষ্ঠান। ঐ মাসেই প্রথম চালানে আসে ৬১ হাজার ৮৫০ ডিম। দশ মাস পর দ্বিতীয় চালানে গত সোমবার আসে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি।

আমদানিকারকরা জানান, ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে ৫ টাকা ৭০ পয়সা দরে। এর সাথে রয়েছে আমদানি শুল্ক, পরিবহন ও শ্রমিক খরচ। সব মিলিয়ে খরচ ১০ টাকার বেশি।

ব্যবসায়ীদের দাবি, এলসি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় আমদানি সম্ভব হয়নি। চাহিদা অনুযায়ী আমদানি হলে বাজারে কিছুটা হলেও প্রভাব পড়তো।

ডিম আমদানিকারক রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ বলেন, ‘এটা বর্তমান সরকারের হাতেই আছে, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে। তারা দেখবেন বিষয়টা। যদি শুল্ক প্রত্যাহার করেন তাহলে আমরা কন্টিনিউ এই পণ্যটা বাজারে নিয়ে আসব এবং প্রতিদিন প্রায় ১০ লাখ করে ডিম আনার ক্যাপাসিটি আমাদের আছে।’

ডিমের দাম কেন নাগালে আসছে না, এমন প্রশ্নে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন খরচ বেশি তাই দাম কমছে না।

এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী বলেন, ‘ফিডের দাম বেশি। তারপর প্রোডাকশনটাও তো সব সময় একই থাকে না। একটা মুরগি যে প্রোডাকশন দেয় সেটা কি সব সময় এক রকম থাকে? অনেক সময় কম বেশি হতে পারে না? এটা ন্যাচারাল ব্যাপার।’

পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, দেশে দিনে ডিমের চাহিদা সাড়ে চার কোটি পিস।


এ বিভাগের অন্যান্য সংবাদ