শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

আমন সরবরাহে ব্যর্থ মিলারদের জামানত বাজেয়াপ্ত করার নির্দেশ

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ২৪, ২০২১

বৃত্তান্ত প্রতিবেদক: আমন মৌসুমে চাল সিদ্ধ ও আতপ চাল সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের জামানত বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সরকার।

খাদ্য অধিদফতর থেকে সোমবার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হয়েছে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়, গত ১৫ মার্চ অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২০-২১ এর সংগ্রহ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আমন সংগ্রহ কার্যক্রমে ৬ লাখ টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সিদ্ধ চালকল মালিকদের সঙ্গে এক লাখ ২৯ হাজার ১৯ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪ হাজার ৭১ টন আতপ চালের চুক্তি হয়।

এতে বলা হয়, চুক্তির বিপরীতে ১৫ মার্চ পর্যন্ত ৬৮ হাজার ৯৯৭ টন সিদ্ধ চাল এবং ৪ হাজার ৮৫৯ টন আতপ চাল সংগৃহিত হয়েছে। চুক্তি মোতাবেক ৬০ হাজার ২২ টন সিদ্ধ চাল এবং ৯ হাজার ২১২ টন আতপ চাল সরবরাহ করতে ব্যর্থ হয় চালকল মালিকরা।

এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ সংগ্রহের আওতায় সম্পাদিত চুক্তিশর্ত অনুযায়ী খেলাপি (সরবরাহে ব্যর্থ) সিদ্ধ ও আতপ চালকলের জামানত বাজেয়াপ্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রকদেরকে নির্দেশনা দিতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের অনুরোধ জানানো হয় চিঠিতে।


এ বিভাগের অন্যান্য সংবাদ