শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৬৬ জন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান ‘পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার সেনাবাহিনী তাই করবে’ নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান ভুল তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে আর্থিক কাঠামো আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: পিপি ফারুকী চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের ভারতে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আমদানিতে নিষেধাজ্ঞা উঠল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নবি অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি

আমরা এই চক্কর থেকে বের হতে পারব না : রুবেল

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২২, ২০২২
আমরা এই চক্কর থেকে বের হতে পারব না রুবেল

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেল। অ্যাকশন হিরো হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি নায়ক। চলচ্চিত্রের মানুষের সমস্যায় পাশে দাঁড়ান তিনি।

বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির যে হাল, সেটি নিয়ে সন্তুষ্ট নন রুবেল। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

রুবেল জানান, ‘এই বছরের সব সিনেমা ফ্লপ। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে যেটি সকালে চলে বিকেলে নেমে যায়, সেটিই ভালো সিনেমার তকমা পাচ্ছে। আমি চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক। তবে সেজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের এক হাজার কোটি টাকা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে চলচ্চিত্রকে পুরোপুরি ঘুরিয়ে আনা সম্ভব।’

চলচ্চিত্রের দুর্দিন কাটাতে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারণা দিয়েছেন রুবেল। তার ভাষ্যমতে, ‘দুই বছর প্রতি মাসে ভালো মানের দুটি করে সিনেমা রিলিজ দিতে হবে। শুধু সিনেমা বানালেই হবে না, দর্শকদের মনে তৃপ্তি আসবে এমন সিনেমা বানাতে হবে। দর্শক যুক্ত হতে পারে এমন গল্প লাগবে, সিনেমার নাম সহজ হতে হবে, বাণিজ্যিক সিনেমার পরিচালকদের খুঁজে বের করতে হবে। এছাড়াও ৪০০ ভালো সিনেমা হল লাগবে।’

তিনি যোগ করেন, ‘গত তিন মাসে শুনেছি অনেক ভালো সিনেমা হয়েছে কিন্তু একটিও চলেনি। এই বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে। তা না হলে আমরা যেখানে পড়ে আছি, সেখানেই থাকতে হবে। আমরা এই চক্কর থেকে বের হতে পারব না।’

প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন রুবেল। নির্বাচনের পরপরই তিনি জানিয়েছিলেন ওমরাহ করতে যাবেন। জানা গেছে, গত শুক্রবার (১৫ এপ্রিল) পবিত্র ওমরাহ পালনে ঢাকা থেকে সৌদি আরবে গেছেন নায়ক রুবেল। তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ