প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক সমরাস্ত্র পরিচালনায় সেনাবাহিনীকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে। তবে বাংলাদেশ কোন যুদ্ধ চায় না সবসময় শান্তির পক্ষে। প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে সরকার দেশকে এগিয়ে নেওয়ার কাজ করছে বলেও জানান তিনি। আজ (বৃহস্পতিবার) আলাদা অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাভার সেনানিবাসের সিএমপিসি অ্যান্ড এস প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেড ও মেকানাইজড ইউনিট সমূহের পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর সেনাবাহিনীতে অনেক ক্যু হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর প্রথম এর প্রতিবাদ করেছে। দেশের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেভাবে গড়ে তোলা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সমন্বয়ে নিষ্ঠার সাথে দেশের সেবায় কাজ করে যাবেন।’
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৩ হবে দুর্ভিক্ষের বছর। তাই বাংলাদেশ যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে এ জন্য সবাইকে সঞ্চয়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
বৈশ্বিক সংকট পরিস্থিতিতে দেশের মানুষ যাতে খাদ্য সংকট বা দুর্ভিক্ষের কবলে না পড়ে সেজন্য সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তিনি ৫০টি মুজিব কিল্লা, ৮০টি বন্যা আশ্রয়কেন্দ্র ও ২৫টি জেলা ত্রাণ গুদাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সরকার সবসময় সতর্ক। দুর্যোগ সহনশীল দেশ হিসেবে বাংলাদেশের পরিচিত সারা বিশ্বে । এই ধারা ধরে রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ভৌগোলিক কারণে বাংলাদেশ জলবায়ু অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবেলা করে সরকার দেশকে এগিয়ে নেয়ার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।